বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দেশব্যাপী অসহযোগ আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতনসহ নানা ইস্যুতে টানা প্রায় ১০ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে চট্টগ্রাম থেকে আবারও শুরু হয়েছে রেলওয়ের যাত্রীবাহী ট্রেন চলাচল।
মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়তে শুরু করেছে নির্ধারিত লোকাল ট্রেন। সকালে দুটি ও বিকেলে ছেড়েছে দুটি ট্রেন। রাতেও ছাড়ার কথা ছিল আরও একটি ট্রেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার থেকে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। সব আসন পূর্ণ না হলেও যাত্রীর সংখ্যা খুব একটা খারাপ না। প্রথম দিনের হিসেবে সন্তোষজনক। ধীরে ধীরে যাত্রী বাড়বে।
মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুরের উদ্দেশে সাগরিকা কমিউটার এবং পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে কর্ণফুলী কমিউটার ছেড়ে যায়। প্রথম দিনে যাত্রীর উপস্থিতি ছিল সন্তোষজনক। সকাল থেকে টিকিট কাউন্টারে ভিড় ছিল যাত্রীদের। বিকেল ৫টা ৪০ মিনিটে নাজিরহাট লোকাল এবং বিকেল ৪টা ১০ মিনিটে নাছিরাবাদ লোকাল চলাচল করে। রাত পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ঢাকা মেইলের।
জানা যায়, সাধারণত স্বল্প আয়ের লোকজন এসব ট্রেন ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ চাকরি ও ব্যবসার প্রয়োজনে এসব ট্রেনে করে নিত্যদিন আসা-যাওয়া করেন। আর চট্টগ্রামের নাজিরহাট ট্রেনে করে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, সোমবার মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। কারফিউ কিংবা কোনো বিধিনিষেধও নেই। তবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।
এর আগে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত ২০ জুলাই চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছিল। চলেছিল কিছু মালবাহী ও জ্বালানি তেলবাহী ট্রেনও। কিন্তু ৪ আগস্ট থেকে দ্বিতীয় দফায় আবার বন্ধ হয়ে যায়। এখন লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেন।