Home Bangladesh ‘১৫ বছর কথা বলতে পারেননি, এখন ১৫ দিনেই অস্থির?’

‘১৫ বছর কথা বলতে পারেননি, এখন ১৫ দিনেই অস্থির?’

56
0

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের মানুষের উদ্দেশে বলেছেন, গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আজহারী লিখেছেন, ‘উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন। আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।’

তিনি আরও লিখেছেন, ‘গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন? ওনারা রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।’

এর আগে গত সোমবার (১২ আগস্ট) আরেক পোস্টে আজহারী লিখেছিলেন, ‘বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিকাল। প্রতি-বিপ্লব ঠেকাতে সদা-জাগ্রত, সদা-সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এ বিজয়কে টেকসই করুন। Miles to go…’

মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিন একটি সামরিক কার্গো বিমানে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। ছোট বোন শেখ রেহেনাসহ ওই ফ্লাইটটি ৫ আগস্ট সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here