Home Bangladesh ২৬ দিন বন্ধ থাকার পর খুলল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

২৬ দিন বন্ধ থাকার পর খুলল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

47
0

দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৭টায় কার্যালয়ে তালা খুলে অফিস কর্মীরা নতুন করে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ওই কার্যালয়ের অফিসকর্মী সোলায়ান বলেন, ‘সকালে খোলা হয়েছে অফিসের মেইন গেইট। দীর্ঘদিন বন্ধ থাকায় অফিসে অনেক ধুলাবালি জমেছে। এগুলো পরিস্কারের কাজ চলছে। নেতারা আসবেন ঘণ্টা খানেক পর।’

সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৬ দিন পর কেন্দ্রীয় কার্যালয় খোলায় ভিড় করেছেন অনেক নেতা-কর্মীরা।

খুলনার শফিক উদ্দিন বলেন, সকাল ৮টায় এসেছি নিজের ঘরে। খুনি সরকার আমাদের ঘর-বাড়ি সব দখল করে রেখেছিলো। আজকে আমরা দখলমুক্ত করেছি। ওরা পালাইছে।

নিলফামারীর সাজিদা খাতুন, পেশায় গার্মেন্টস কর্মী। কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজের উচ্ছাস প্রকাশ করে বলেন, আপনারা দেখেছেন রাতের অন্ধকারে বিএনপি অফিসে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। গণমাধ্যমে বলেছে যে, এখানে নাকি বোমা-ককটেল পাওয়া গেছে। আসলে গোয়েন্দারা সরকারের তল্পিবাহক হয়ে এসব করেছে। যার প্রধান পরিচালক এখন দেশ থেকে পালিয়েছে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিব এখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক করবেন। এরপর সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন নেতাদের সাথে।

দীর্ঘ কয়েকবছর পর স্বশরীরে স্থায়ী কমিটি বৈঠক

এদিন সকাল সাড়ে ১০টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি স্কাইপের মাধ্যমে তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে স্বশরীরে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান। এ ছাড়াও আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদসহ অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here