Home Bangladesh ২ মাস কোমায় থাকার পর আমিরাতে সেই বাংলাদেশির মৃত্যু

২ মাস কোমায় থাকার পর আমিরাতে সেই বাংলাদেশির মৃত্যু

120
0

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। আহত হওয়ার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ইকবালের বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

জানা গেছে, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও চালকসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাচ্ছিলেন। প‌থিমধ্যে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে লাশ দেশে আনা হবে।মৃত্যুকালে ইকবাল তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here