Home Sports এক ম্যাচ পর আবারও হার মায়ামির

এক ম্যাচ পর আবারও হার মায়ামির

190
0

এক ম্যাচ পর আবারও হার দেখলো ইন্টার মায়ামি। জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে টাইব্রেকারে হারের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি শেষ হলো লিওনেল মেসি বাহিনীর। এদিন ম্যাচের ম্যাচের ৬০ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী তারকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র করে ভিসেল কোবে ও ইন্টার মায়ামি। পেনাল্টি শ্যুট আউটে মার্কিন ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়েছে আন্দ্রেস ইনেয়েস্তার সাবেক ক্লাব।

ভিসেল কোবে ও ইন্টার মায়ামির ম্যাচটিতে দাপট দেখায় স্বাগতিকরা। ২৪ মিনিটের মাথায় বিপজ্জনক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন সার্জিও বুসকেটস। প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হওয়ায় হয়। এ ছাড়া প্রথম ভাগে ম্যাচও ছিল নিস্প্রাণ।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় ডেভিড রুইজের বদলি হিসেবে মাঠ নামেন মেসি। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে তখন করতালিতে স্বাগতম জানানো হয় মায়ামি অধিনায়ককে। মাঠে নামার পরই ভিসেল কোবে রক্ষণভাগে আক্রমণ শানায় মার্কিন ক্লাবটি। তখনই আক্রমণের শক্তি কমিয়ে রক্ষণভাগ জোরালো করেন কোবে ম্যানেজার ইয়োশিদা। মানব দেওয়াল তৈরি করে মেসিকে থামানোর চেষ্টা করে কোবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here